Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভি ডি পির দায়িত্ব

আনসার ও ভি ডি পির দায়িত্ব ও কর্তব্য

সরকার, সময়ে সময়ে, চাহিদা মোতাবেক গ্রামীণ এলাকায় গ্রাম পুলিশ বাহিনী গঠন করতে পারবে এবং সরকার কর্তৃক উক্ত গ্রাম পুলিশ বাহিনী নিয়োগ, প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং চাকরির শর্তাবলি নির্ধারণ করা হবে। সরকার যেরূপ নির্দেশ প্রদান করবে গ্রাম পুলিশ সেরূপ ক্ষমতা প্রয়োজ ও দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসকের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো ইউনিয়ন বা তার অঙশ বিশেষে জননিরাপত্তা ও গ্রাম প্রতিরক্ষা বিষয়ে বিশেষ ব্যভস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে সে ক্ষেত্রে উক্ত এলকার প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তিগণকে আদেশে উল্লিখিত পদ্ধতিতে গণপাহারায় নিয়োজিত করতে পারবে। আদেশ জারি করা হলে ইউনিয়ন পরিষদ আদেশে উল্লিখিত ক্ষমতা প্রযোগ ও দায়িত্ব পালন করবে

ক) দেশের সার্বভ্যমত্য রক্ষার সাহায্যে কাজ করা।

খ) দেশের আইন সৃংখলা রক্ষার্থে সরকারী আইন সৃংখলা বাহীনিকে সাহায্য করা।

গ) স্বেচ্ছা সেবার কাজ করা।

ঘ) সামাজিক উন্নয়নের কাজ করা।

সাংগঠনিক অবকাঠামো : 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-

প্রশিক্ষক-

ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার :

ভিডিপি দলনেতা-

  “    দলনেত্রী-

পরিচিতি : আনসার শব্দটি আরবী, এর অর্থ সাহায্য কারী।

             আ= আল্লাহ

             ন= নবী

             সা= সাহায্যকারী

             র= রক্ষী

একত্রে- আল্লাহর নবীর সাহায্যকারী রক্ষী।

আনসার এর প্রতিষ্ঠা : ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারী।

ভিডিপি এর পতিষ্ঠা : ১৯৭৬ সালের ৫ জানুয়ারী।

উদ্দেশ্য : Village Defence Perty.

আনসার এর প্রকার : আনসার ৩ প্রকার।

 ১। আনসার ব্যাটালিয়ন

 ২। সাধারণ আনসার

 ৩। অঙ্গিভূত আনসার