Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ত্রিবেনী ইউনিয়ন পরিষদ

কালের সাক্ষী গ্রহণকারী কালী নদীর তীরে গড়ে উঠা ত্রিবেনী ইউনিয়ন।

  শৈলকুপা উপজেলার মধ্যে ২০ টি গ্রামের সমন্বয়ে ১নং ত্রিবেনী ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি,ধর্মীয় অনুষ্টান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।অত্র ইউনিয়নের উত্তরে কালী নদী, দক্ষিনে মির্জাপুর ইউনিয়ন, পশ্চিমে কু্ষ্টিয়া জেলা ও পূর্বে  দ্বিগনগর ইউনিয়ন অবস্থিত।

 

ক) ইউনিয়নের নামঃ ১ নং ত্রিবেনী ইউনিয়ন।

খ) আয়তন  : ৭.৪২ বর্গ মাইল।

গ) লোক সংখ্যাঃ ২৩৬১৬ জন(পুরুষ ১২৬৭৯,মহিলা ১০৯৩৭)

ঘ) গ্রামের সংখ্যাঃ ২০ টি।

ঙ) মৌজার সংখ্যাঃ ০৮টি।

চ) হাটবাজারের সংখ্যাঃ ০৪ টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিক্সা,বাই-সাইকেল , মটর সাইকেল বাস, ট্রাক ইত্যাদি।

জ) শিক্ষার হারঃ ৭২.৩৩%

ঞ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ  ৪টি

ট) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪টি

ঠ) মাধ্যমিক বিম্যালয়: ৪ টি

ড) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২ টি।

ঢ) বিশ্ববিদ্যালয়: ১ টি

ণ) মাদ্রাসা : ৬ টি

ত) মন্দির ১১টি,  শ্মশান ৪ টি

থ) মসজিদ ৩১, ঈদ গাহ ১৬ টি